বোনের ভালোবাসা

                  বোনের ভালোবাসা

কিছু বাস্তব কাহিনী..............
-
পৃথিবীতে যে পরিবারে ছোট কিংবা বড় কোন
বোন নেই,সেই পরিবারের সুখ,আনন্দ,উৎসবটাই
যেন কম থাকে।
.
অনেকেরি হয়ত কোন বোন নেই,অনেকে
হয়ত বোনের জন্য চটপট করে,কিন্তু বাস্তবতা
যে বড়ই কঠিন।আল্লাহ হয়ত চায়নি যে সবায়
বোনের ভালবাসা পাউক,বোনকে নিয়ে একটু
আনন্দ উল্লাস করুক।
.
পৃথিবীতে যদি কোন মধুর সম্পর্ক থাকে,কোন
পবিত্র ভালবাসা থাকে তাহলে সেটা হল:-ভাই
বোনের ভালবাসা।
ভাই বোনের ভালবাসার মত এত খুনসুটি ভালবাসা
পৃথিবীর আর কোথাও নেই।
.
আমি নীল,এই গল্পের লেখক:-আমার লেখা সব
গল্পই বাস্তব,আমার জীবন নিয়ে লেখা।
.
বোনহীন ভাইদের মতো আমার কোন বোন নেই,মাঝে
মাঝে অনেক কান্না করি কেন যে আল্লাহ আমাকে
একটা বোন দিল না।
.
যখন বাসার পাশে,আমার বন্ধু তার
বোনের সাথে ঝগড়া করে তখন আনমনে আমার
চোখ দিয়ে জ্বল চলে আসে,ইশ আমার যদি একটা
বোন থাকত তাহলে হয়ত এইভাবে ঝগড়া করিতাম।
.
অনেক সময় দেখি আমার বন্ধুটিকে তার বোন
পড়তে বসতে বলতেছে,না বসলে তার
মাকে ডাকতেছে। অনেক খুনসুটি ভালবাসা তাদের।
শুধু এইসব কেন,সব ক্ষেত্রেই ভাই বোনের
ভালবাসাটা উর্ধে ।
.
মাঝে মাঝে নিজের মনটা নিজেকেই অনেক
ভাবায়,যে নিজের একটা বোন থাকলে অনেক
ভালবাসত আমাকে,
অনেক বকা দিত,অনেক উপদেশ দিত,আদর করত
ভালবাসত আর ঝগড়া করত। কিন্তু তা যে আর হলো
না,সবার কপালে সব সুখ সয় না।
.
এইত কিছুদিন আগে এক বন্ধুকে জিজ্ঞাস
করলাম,,,কিরে তর বোন কেমন আছে?সে বলল
ওর কথা আর বলিস না,ঝগড়াটে একটা,সারাক্ষণ আমার
সাথে ঝগড়া করে আমার মাথা নষ্ট করে দেয়।
আমি তখন তাকে বলি যে,তরতো একটা বোন আছে
তাই এমন বলিস,আমারত বোন নাই তাই আমি বুঝি
বোনের ধরদটা,যখন তর বোনের বিয়ে হয়ে
যাবে তখন কার সাথে ঝগড়া করবি হারামী???তখন
কে তকে আদর করবে?কে বকবে শুনি?? সে
বলল ঠিকিরে দোস্ত এটাত একবারও ভাবিনী।
.
এমন অনেক ভাই বোন আছে যারা সারাক্ষণ ঝগড়া
করে,সতীনেরত মত করে।একবার ও ভাবে না
যে তার বোন যখন তাকে রেখে শশুর বাড়ি চলে
যাবে তখন কার সাথে ঝগড়া করবে।
.
ভাইবোনের এমন ভালবাসা দেখে,ফেসবুকে
অনেক স্ট্যাটাস পড়ি তখন মনটা বড্ড খারাপ হয়ে
যায়,ইশ আমার ও যদি একটা বোন থাকত,আর তখনি
বোন না থাকার জন্য Facebook এ স্ট্যাটাস লিখি,কিছু
আপুরা স্ট্যাটাস পড়ে মেসেজ দেয় যে,আমাকে তুমি
বোন বলে ডাইক,আজ থেকে তুমি আমার ভাই ইত্যাদি।
.
তাদের এমন মেসেজ দেখে অনেকটা খুশী
লাগে,প্রথম প্রথম তারা আমাকে অনেক আদর
করে,ফোন করে কেয়ার করে,বকা দেয় ঝগড়া
করে।
তখন আমি ভাবি যে আমি হয়ত বোন পেয়ে
গেছি,,,কিন্তু আমার একটা কথা মনে ছিল না যে,পর
কখনো আপন হয় না,তার কারন:-আমার কোন বোন
নাই,আমি বোনের জন্য অনেক কাদিঁ, এইসব
দেখে Facebook এ যতগুলা বোন বানাইছি,সবগুলা
এসময় আমাকে ভুলে যায়,জানিনা তার কারন,দেখা যায়
তারা ১৫ দিন ১ মাস পড়ে মেসেজ দেয় কেমন
আছিস?অথচ দেখা যায় তারা সারাক্ষণ online এ থাকে।
এই ভাবে আমি জীবনে অনেক বোন
বানাইছি,এখন একজনও নাই সবায় ভুলে গেছে,কারন
পর কখনও আপন হয়না,আর সত্যি হলো যে সবার
কপালে বোনের সুখ সয়না,এইত কিছুদিন আগে এক
গল্পেয় লিখেছিলাম যে আমার বোন নাই।
.
তা শুনে একজন মেসেজ করছিল যে,আমি আপনার
বোন হব,সত্যিকারে বোন দেখা গেছে যে
সেও আমাকে ভুলে গেছে,মায়ের পেটের
বোন আর পরের মায়ের পেটের বোনের মাঝে
অনেক ব্যবাধান রয়েছে।
.
এখনও প্রায়ই বোনের জন্য কাদিঁ,ইশ আমার একটা
যদি বোন থাকত তাহলে,ঈদের মাঝে অনেক
আনন্দ হত,আমাকে মেহেদী পড়িয়ে দিত, আদর
করত,ঝগড়া করত,আর অনেক ভালবাসত।
.
আগে বলেছি এখনও বলছি,যে পরিবারে একটা
বোন নেই সে পরিবারে কোনদিন সুখ থাকে না।
উৎস্বর্গ পৃথিবীর সকল ভাইবোনদের জন্য,যেন
পৃথিবীর প্রত্যেকটি ভাইবোনের ভালবাসা
সারাজীবন অঠোর থাকে।

Comments

Popular posts from this blog

ভালোবাসার গল্প।পর্ব ১

ভালোবাসার গল্প।পর্ব ২